Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চোপিনগর

 

৯নং চোপিনগর ইউনিয়নের এক নজরে তথ্যাবলি কালের স্বাক্ষী বহনকারী করতোয়া নদীর তীরে গড়ে  উঠা শাজাহানপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চোপিনগর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ চোপিনগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

১। মোট জন সংখ্যা =২৪০৯৩

পুরূষ = ১১৮৭৫

মহিলা = ১২২১৮

২। ভোটার সংখ্যা = ১৫০২৬

পুরুষ = ৭৩০০

মহিলা = ৭৭২৬

            ৩। মোট আয়তন = ৪০৪৮.০০ একর

            =  ১৬.৩৮ বর্গ কিলোমিটার

৩। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র = ১টি

৪। সরকারী প্রাথমিক বিদ্যালয় = ১১টি

৫। বেসরকারী প্রাথমিক বিদ্যালয় = ৫টি

৬। হাইস্কুল = ৩টি।

   (ক) বালিকা হাইস্কুল = ১টি

   (খ) দাখিলী মাদ্রাসা = ২টি

   (গ) ডিগ্রী মাদ্রাসা = ১টি

   (ঘ) ফোরকানীয়া মাদ্রাসা = ১০টি

৭। তহসীল অফিস = ১টি

৮। কমোনিটি সেন্টার= ২টি

৯। পরিবার পরিকল্পনা কেন্দ্র = ১টি

১০। মসজিদ= ৩৯টি

১১। মুন্দীর = ১টি

১২। পূজাঘর = ৩টি

১৩। হাট = ২টি

১৪। গরু= ৬৬৭৮টি

১৫। ছাগল= ৩১১২টি

১৬। ভেড়া= ৫৩২টি

১৭। ঘোড়া= ২টি

১৮। আবাদীজিমি= ২০০০ হেক্টর

১৯। খাস জমি= ৩০একর।

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             চকচোপিনগর        চোপিনগর                বৃ-কুষ্টিয়া

            ক্ষুদ্র-কুষ্টিয়া          কামারপাড়া               বিহিগ্রাম

            শাহনগর           দহিকান্দি                  জয়ন্তিবাড়ী

            বড়পাথার           দরিকুল্লা                বিরিকুল্লা

             কচুয়াদহ           বিল-কেশপাথার              

            

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

৪। ইউনিয়ন তথ্য ও সেবা প্রদানকারী - ২জন