Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চোপিনগর উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

শিক্ষা প্রতিষ্ঠানের নাম : চোপিনগর উচ্চ বিদ্যালয় ।

সংক্ষিপ্ত বর্ণনা:

 চোপিনগর উচ্চ বিদ্যলয় একটি পূর্ণাঙ্গ আদ্শ্ উচ্চ বিদ্যলয় । অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বগ শিক্ষা বিস্তারের মন মানষিকতায় অনুপ্রাণিত হিইয়া এই প্রতিষ্ঠানটি 1967 ইং সালে প্রতিষ্ঠা করেন । এই প্রতিষ্ঠানের চারিধারে পাকা রাস্তা রহিয়াছে। বিদ্যালয়ের ঘর আংশিক পাকা। প্রয়োজনীয় পায়খানা ওপ্রসাব খানা রহিয়াছে। খেলাধূলার স্বরঞ্জাম রহিয়াছে। এই প্রতিষ্ঠান 120 শতক জমির উপর প্রতিষ্ঠিত । এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক ছাত্র- ছাত্রী রহিয়াছে। এস, এস, সি ও 8ম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তেষ জনক।

প্রতিষ্ঠাকালঃ 01/01/1967 ইং

ইতিহাসঃ

এলাকায় কোন প্রতিষ্ঠান না থাকায় চোপিনগর উচ্চ বিদ্যালয় অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের মধ্যে বিশেষ  করে মরহুম জালাল উদ্দিন আহম্মেদ মন্ডল সাহেবের নেত্রিত্বে আলহাজ্ব ডাঃ মো: গওহর আলী , জনাব এ কে এম নাসির উদ্দিন আহম্মেদ , লোকমান আলী প্রাং হেলাল উ্দ্দিন আহম্মেদ জাহেদ আলী মোল্লা , তোজাম্মেল হোসেন মোল্লা , মোঃ তৈয়বুর রহমান তোতা, মোঃহাসেন আলী প্রাং মৃত- কাজেম উদ্দিন প্রাং মোঃ হাসেন আলী মোল্লা মৃত সহর উদ্দিন প্রাং ও মুত আলহাজ মনির উদ্দিন প্রাং সহ চোপিনগর গ্রামের সকল জনসাধারনের সক্রিয়া অঙশ গ্রহনের মাধ্যমে 01/01/1967 ইং সালের এই বিদ্রলয়টি প্রতিষ্ঠিত লাভ করে।

মোট ছাত্র ছাত্রী সংখ্যা : ছাত্র- 230 ছাত্রী 220 মোট 450

মোট পরীক্ষাথীনী  ছাত্র- 30 ছাত্রী 34

জি এস, সি পাশের হার A+ 21 A 33 A-10

পাশের হার 100%