Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কামারপাড়া উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

বগুড়া জেলার শাজাহানপুর, উপজেলাধীন চুপিনগর ইউনিয়নের অমত্মর্গত কামারপাড়া গ্রামটি ম্যস্থলে পরমর্শ ক্রমে গ্রামের নাম অনুযায়ী কামারপাড়া উচ্চ বিদ্যালয় টি বিগত ০৯/১২/১৯৮৮ইং তারিখে প্রতিষ্টিত হয়। গ্রামসংলগ্ন ৫-৭টি গ্রাম অত্যমত্ম ঘনবসতি পূর্ন। দুই একটি মাধ্যমিক বিদ্যালয় এ অঞ্চলে হতে অনেক দুরবর্তী অবস্থান হওয়ায় অত্র অঞ্চলের বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষ ও বিদ্যানুরাগী ব্যক্তি বর্গ অত্র অঞ্চলের ছেলে মেয়েদেও জ্ঞান অর্জনের লক্ষ্য একটি মাধ্যমিক সত্মরের বিদ্যাপীঠ এর প্রয়োজনীয়তা উপলদ্বি পূর্বক তৎকালীন অত্র কামারপাড়া গ্রামের কৃত সমত্মান জনাব মুহাঃ মমতাজুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক রাজশাহী এর সার্বিক তত্তাবধানে বিদ্যালয় টি প্রতিষ্ঠা লাভ তরান্বিত হয় এবং মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি বিধি মোতাবেক সকল শর্ত পূরন অমেত্ম ০১/০১/১৯৯৪ হতে নিম্মমাধ্যমিক সত্মর ০১/০১/১৯৯৫ হতে মাধ্যমিক সত্মর এম,পিও ভুক্তিলাভ করে। বিদ্যালয়টি ০১/০১/১৯৯৪ইং হতে পাবলিক পরীক্ষায় অংশ গ্রহন এর সুযোগ লাভ কওে অদ্যবধি পর্যমত্ম সমেত্মাষজনক ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়টি স্থাপনের ফলে অত্র এলাকায় একদিকে যেমন অনিধাকর দুরিভহত অন্যদিকে তেমনি আশার আলো ও ব্যপক কর্ম সংস্থনের সহায়ক হয়েছে।